ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে অ্যানথ্রাক্সে শতাধিক গরু নিহত, আক্রান্ত অর্ধশতাধিক মানুষ

রংপুরে অ্যানথ্রাক্সে শতাধিক গরু নিহত, আক্রান্ত অর্ধশতাধিক মানুষ

রংপুরে অ্যানথ্রাক্স রোগে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত দুই মাসে শতাধিক গরু মারা গেছে, পাশাপাশি অর্ধশতাধিক মানুষও এ রোগে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, অসচেতনতার কারণে পশুবাহিত এই রোগ মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে।

রংপুর ছাড়াও মেহেরপুরসহ কয়েকটি জেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, এ পর্যন্ত জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন। চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজন মারা যান। একই সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও অর্ধশত ব্যক্তির শরীরে উপসর্গ দেখা দেয়।

আক্রান্ত গরুর মাংসের নমুনা পরীক্ষা করে প্রাণিসম্পদ বিভাগ অ্যানথ্রাক্স শনাক্ত করেছে। আইইডিসিআর প্রতিনিধিদল ১৩ ও ১৪ সেপ্টেম্বর পীরগাছা সদর ও পারুল ইউনিয়নের ১২ জনের নমুনা সংগ্রহ করে, যার মধ্যে আটজনের দেহে অ্যানথ্রাক্স নিশ্চিত হয়।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্থানীয় একটি গ্রামের গরু অসুস্থ হলে জবাই করা হয়। এরপর মাংস কাটাকাটির সময় কয়েকজনের শরীরে ঘা হয়ে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। বর্তমানে আক্রান্তদের চিকিৎসা চলছে।

পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক জানান, পীরগাছায় অন্তত দেড় লাখ পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। ৫৩ হাজার ৪০০টি টিকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও ৫০ হাজার টিকার চাহিদাপত্র পাঠানো হয়েছে।

স্থানীয় ইউএনও শেখ মো. রাসেল বলেন, আক্রান্তদের চিকিৎসা ও টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য মানুষকে সচেতন করা হচ্ছে।

আক্রান্ত অর্ধশতাধিক মানুষ,শতাধিক গরু নিহত,রংপুরে অ্যানথ্রাক্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত